বাংলাদেশের একমাত্র অর্কিড বাগান ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়াউপজেলার এনায়েতপুর ইউনিয়নে রয়েছে। এ বাগানটি ২০ একর জমির উপর তৈরী জমির উপরতৈরী হয়েছে। এ বাগানের ২০০ এর অধিক প্রজাতীর অর্কিড রয়েছে। এ অর্কিড সমস্তবাংলাদেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানী করে বৈদেশী মুদ্রা অর্জনেসক্ষম হয়েছে। গুণে এবং মানে ও রং বৈচিত্রে ফুলবাড়ীয়ার অর্কিড এর তুলনা হয়না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস