Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
2023-24 ভালনারেবল ওইমেন ফিডিং (পূর্বতন ভিজিএফ) প্রত্যাশি অস্বচ্ছল মহিলাদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ
বিস্তারিত

আগামী ৭-২০ নভেম্বর ২০২২ পর্যন্ত ভালনারেবল ওইমেন ফিডিং (পূর্বতন ভিজিএফ) প্রত্যাশি অস্বচ্ছল মহিলাদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে 

আবেদনের লিংক  http://dwavgd.gov.bd/applicant/vgd/form

আবেদন প্রক্রিয়ার ভিডিও লিংক https://www.youtube.com/watch?v=WK8Q5bAWq_8) 

মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে ‘২০২৩-২০২৪ চক্রে ভিডাব্লিউবি অন্তর্ভূক্তি আবেদন’ এর প্রক্রিয়া ১। www.mygov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন ২। মাইগভ হোমপেইজে ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করুন ৩। নিবন্ধনের জন্য আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে সাবমিট করলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে OTP আসবে। ৪। এরপর প্রাপ্ত OTP টাইপ করে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) কিংবা জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। ৫। এ পর্যায়ে আবেদনকারীর রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন হবে ৬। www.mygov.bd হোম পেইজে সার্চ অপশন ব্যবহার করে ‘২০২৩-২০২৪ ভিডাব্লিঊবি চক্রে অন্তর্ভূক্তির আবেদন’ সেবাটি খুজে ক্লিক করলে আবেদন করুন অপশন আসবে। ৭। সেবাটি পেতে প্রয়োজনীয় কাগজপত্র, সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি এবং সময়সীমা যাচাই করে মাইগভে ‘২০২৩-২০২৪ ভিডাব্লিঊবি চক্রে অন্তর্ভূক্তির’ আবেদন ফর্মটি আবেদনকারী নিজে কিংবা তার পক্ষে সহায়তাকারী ব্যক্তি যথাযথভাবে পূরণ করবেন। ৮। যথাযথভাবে পূরণকৃত আবেদন ফর্মটি দাখিল করতে হবে। ৯। এরপর ২০২৩-২০২৪ চক্রের ভিডাব্লিউবি এর জন্য নির্বাচিত উপকারভোগীদেরকে মাইগভ প্রোফাইলে নোটিফিকেশন এবং উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। ১০। দাখিলকৃত আবেদনটি এরপর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডাব্লিঊবি এমআইএস এর প্যানেলে দেখা যাবে। ১১। আবেদনকারীগণ তার মাইগভ প্রোফাইলে ‘আবেদনের সর্বশেষ অবস্থা’ অপশন থেকে সেবার প্রক্রিয়ার অগ্রগতি সহজেই জেনে নিতে পারবেন। ১২। মাইগভ প্ল্যাটফর্ম সংক্রান্ত যেকোন সমস্যার ক্ষেত্রে ০৯৬৬৬৭২৭২৭৮ নম্বরে কল করে বা support@mygov.bd এ ইমেইল করে জানিয়ে সহযোগিতা পাওয়া যাবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/11/2022
আর্কাইভ তারিখ
30/11/2022