Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট

জাতীয় সংসদস সদস্য

১৫১-ময়মনসিংহ-৫ (ফুলবাড়ীয়া উপজেলা এলাকা)

 

সাবেক সদস্য

বাংলাদেশ জাতীয় সংসদ (১৯৮৬, ১৯৯৬)

বাংলাদেশ গণ পরিষদ (১৯৭২)

পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ (১৯৭০)

 

সাবেক সভাপতি

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি

 

সাবেক আহবায়ক

পেশাজীবী সমন্বয় পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা

 

সাবেক সিন্ডিকেট সদস্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

 

পিতা                       ‍: মরহুম শুকুর মাহমুদ মুন্সী

মাতা                       : মরহুমা সায়মন বেগম

স্ত্রী                         : মিসেস হাসিনা উদ্দিন

 

ব্যক্তিগত জীবন             : বিবাহিত। তিন ছেলে ও দুই মেয়ের জনক। ছেলে মেয়েদের সকলেই বিবাহিত এবং স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

পেশা                       : ১৯৬০ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত শিক্ষকতা ও ১৯৭২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আইন পেশায়

                             নিয়োজিত।

রাজনীতি                   : * স্কুল জীবন থেকে রাজনীতির সাথে জড়িত।

                             * বিডি মেম্বার হয়ে ১৯৬৫ সালে রাষ্ট্রপতি নির্বাচনে আইয়ুব খানের বিরুদ্ধে ফাতেমা জিন্নার পক্ষে নির্বাচন।

                             * ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ।

                             * ১৯৬৯ সালে গণ অভূথ্যানে ব্যাপক ভূমিকা পালন।

                             * ১৯৭০ সালে বিপুল ভোটের ব্যবধানে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচন।

                             * ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা পালন।

                             * ১৯৭২ সালে প্রাদেশিক পরিষদ সদস্য থেকে গণ পরিষদের সদস্যপদ লাভ।

                             * ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাৎ এর পর ময়মনসিংহ জেলার

                               আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনকে সক্রিয় করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন।

                            * ১৯৭৮ সালে ফুলবাড়ীয়া থানা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত। বর্তমান সময় পর্যন্ত সভাপতি।

                            * ১৯৮৬ সালে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত। (ছত্রিশ হাজার নিকটতম আঠার

                               হাজার)।

                            * ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ২০৮ ভোটের ব্যবধানে পরাজিত।

                             (জাহাজ প্রতীকের জন্য তিন হাজার ভোট নষ্ট হয়)।

                            * ১৯৯৬ সালে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত।

                             (ঊনপঞ্চাশ হাজার নিকটতম বত্রিশ হাজার)

                           * ২০০১ সালে ব্যাপক কারচুপির পরও (দক্ষিণ অঞ্চলের ৪টি ইউনিয়ন প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর

                             সহযোগিতায় প্রায় সকল ভোট কেন্দ্র দখলকার নেওয়ার পরও এগিয়ে থাকা ৫টি কেন্দ্র বাতিল করলেও)

                            ১লা অক্টোবর পনেরশত ভোটে অগ্রগামী কিন্তু ৮ই অক্টোবরে পুনরায় কারচুপির মাধ্যমে

                            তিন হাজার ভোটে পরাজিত।

                          * ২০০৮ সালে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত। (এক লক্ষ সাতাশ হাজার

                            নিকটতম একাশি হাজার)

 

সামাজিক অবদান        : ফুলবাড়ীয়া এবং ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় ও কল্যাণ মূলক প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠাতা

                          থেকে আরম্ভ করে বিভিন্ন ভাবে জড়িত।

সর্ব মহলে পরিচয়        ‍: ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে অংশ গ্রহণকারী একজন প্রবীণ রাজনৈতিক নেতা যিনি

                         বঙ্গবন্ধুর অনুসারী। একজন সমাজ সেবক। একজন অভিজ্ঞ ও জনপ্রিয় শিক্ষক। একজন অভিজ্ঞ ও চৌকষ

                         আইনজীবী। আদর্শ, উন্নয়ন ও শুভ রাজনীতির প্রতীক।